1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
Latest Posts

অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষকে সাথে চাই- প্রধান নির্বাচন কমিশনার

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আজ সকালে সাভার উপজেলা পরিষদ হল রুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি -২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশননার এ,এম,এম নাসির উদ্দীন।
অনুষ্ঠানে সভাপত্তি করেন অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে), নির্বাচন কমিশন সচিবালয় কে এম আলী নেওয়াজ।
“সঠিক তথ্যে ভোটার হবো নির্বাচনে ভোট দিবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারা দেশের ৬৫ হাজার তথ্যকর্মী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ২০ জানুয়ারী থেকে আগামী ৫ই ফেব্রুয়ারী পর্যন্ত্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ গ্রহন করবেন ।
ঢাকা জেলা আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সাভার উপজেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক এ,এস,এম হুমায়ুন কবির।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আজকে থেকেই ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। ভোটারদের উদ্দেশ্য করে বলেন আপনারা সঠিক ভাবে তথ্য ফরমটি পড়ে স্বাক্ষর করবেন এ ছাড়াও তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সহিত সেবা মনোভাবাপন্ন মন মানসিকতা নিয়ে কাজটি করার আহ্বান জানান। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন তিনি।
এ ছাড়াও অনিয়মের রিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত সাধারণ জনগণের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।
বিশেষ করে নারী ভোটারদের অন্তর্ভুক্তির বিষয়েও তিনি জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, একটি সুষ্ঠ নির্বাচনের পূর্ব শর্ত হলো নির্ভুল ভোটার তালিকা। সঠিক ভাবে নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করতে না পারলে জুলাই বিপ্লবের অভুথ্যান ব্যার্থ হবে।
বক্তার আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় যুক্ত করার জন্য ৭ টি মিশনে এই সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।
এ ছাড়া আনুপাতিক হারে নারী ভোটারদের যুক্ত করার উপর জোর দিয়ে বক্তারা আরও বলেন,
তরুণ ভোটারদের যাতে তালিকায় যুক্ত করা যায় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ,নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ,নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার,নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ), বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন
আহমদ চৌধুরী,ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেন,ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।
এ ছাড়াও অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT