বহুল আলোচিত ও সমালোচিত ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। চার বছর আগে ‘পরীমনি কান্ডে’ আলোচনায় আসা ক্লাবটির বিরুদ্ধে তুরাগ নদীর জায়গা দখলের অভিযোগ রয়েছে।
বুধবার দুপুরে ক্লাবের সামনের অংশে উচ্ছেদ হলেও বোট ক্লাবের মূল অংশ রয়েছে অক্ষত।
ঢাকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, ‘সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণ করা জমির মধ্যে পৌনে ১১ একর জায়গা অবৈধভাবে দখল করেছে ঢাকা বোট ক্লাব লিমিটেড। তারা সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে।’
তিনি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাব লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে বাপাউবো বড়কাকর মৌজায় ০.৫৫ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছিল। কিন্তু তারা অতিরিক্ত ১০.৭৩১৫ একর জমি অবৈধভাবে নিজেদের সীমানা প্রাচীরের ভেতরে অন্তর্ভুক্ত করেছে।
জানা যায়, নদীর সীমানার ২০০ গজের মধ্যে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ক্লাবটি গড়ে উঠেছে তুরাগ নদীর জমি দখল করে। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি বোট ক্লাব কর্তৃপক্ষকে জমি ছেড়ে দিতে অনুরোধ জানায় বাপাউবো। কিন্তু তারা তা করেনি।
এ বিষয়ে ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ক্লাবের মোট জমি ছিল ২৭ বিঘা, এরমধ্যে বিআইডাব্লিউটিএ নিয়েছে ১৪ বিঘা। এখন আছে ১২ বিঘার কিছু বেশি। বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড ক্লাবের আর্চওয়ে, দুটি ল্যাম্পপোষ্ট, একটি স্ট্যাচু এবং একটি ফোয়ারা ভেঙে দিয়েছে। তবে মূল ভবন অক্ষত আছে। ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের আর কোনো জমি নেই। ‘
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও ধারণ করে বিস্তারিত তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সংবাদের সত্যতা যাচাই করে আমরা তা প্রচার করবো।
ই-মেইল : info@desherkantha24.com, editor@desherkantha24.com