ডেস্করিপোর্টার: আগামী ঈদুল আযহা উপলক্ষে বর্তমান সময়ের উদিয়মান জনপ্রিয় কন্ঠশিল্পী জয়া খাঁন এর কন্ঠে আসিতেছে নতুন দুটি মৌলিক গান। গানগুলোর শিরোনাম: ১- জান রে… ২- বিশ্বাষ কইরা তোরে। গান দুটির গীতিকার ফয়ছল আহমেদ সুর ও সংগীত আয়োজন করেছেন সোহেল মনির।
গানগুলো ঈদ উপলক্ষে রিলিজ হবে FA Exclusive নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে। গান দুটি সম্পর্কে জয়া খাঁন বলেন, অনেক সুন্দর কথামালার দুটি গান আমি গেয়েছি। গানের কথাগুলো অনেক চমৎকার, আমার বিশ্বাষ আমার কন্ঠে গাওয়া এই মৌলিক গান দুটি সকলের কাছে ভালো লাগবে। আমি এই গানগুলো নিয়ে অনেক আশাবাদী। চমৎকার কিছু কথা সাজিয়েছেন গীতিকার ফয়ছল আহমেদ ভাই। হৃদয়ছোয়া সুর ও সংগীত আয়োজন করেছেন সোহেল মনির ভাই। সব কিছু মিলিয়ে অনেক ভালো কিছু আসছে। সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থেকে উৎসাহ দিলে অবশ্যই ভালো কিছু সব সময় উপহার দিতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন এবং বেশি করে বাংলা গান শুনবেন আর বাংলা গানের সাথে থাকবেন।
গানের গীতিকার ফয়ছল আহমেদ জানিয়েছেন: আমার লেখা বেশ কিছু গানের মধ্যে এই দুটি গান অনেক ভালো লাগার। অনেক সুন্দর করে গেয়েছেন জয়া আপা। আমার বিশ্বাষ গানগুলি সবার ভালো লাগবে।
সুর ও সংগীত আয়োজক সোহেল মনির জানান,আমি সব সময় নতুনত্বে বিশ্বাসী। তাই আমি চাই সব সময় ভিন্ন কিছু উপহার দিতে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রিয় ফয়ছল ভাইয়ের লেখা আর জয়া আপুর মায়াবী কন্ঠে গাওয়া গানগুলো প্রকাশ পেলেই আশা করি দর্শকরা বুঝতে পারবেন আপনাদের জন্য কি ধরনের ভিন্ন আয়োজন ছিল এবার আমার কাছে। পরিশেষে সবার কাছে বিনিত অনুরোধ থাকবে. বেশি করে বাংলা গান শুনুবেন। বাংলা গানকে বিশ্ব দরবারে পৌছে দিতে আপনাদের সমর্থনের বিকল্প নাই।
Leave a Reply