বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে বিএনপি’তে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ কথা বলেন।
তিনি আরও বলেন যাদের মধ্য মব কালচার, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির কলঙ্ক নেই, সমাজে যাদের সুনাম ও ভালো ভাবমূর্তি আছে তাদের সদস্য হিসেবে অন্তভূক্ত করার আহবান জানান নেতা-কর্মীদের প্রতি।
মিটফোর্ডের ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন কয়েকটি দল এ বিষয়টি নিয়ে রাজনীতি করছে, অহেতুক বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। সে ঘটনায় বিএনপিও বিচার চায়, বিচার করবে আদালত দেশের সরকার।
সাভার পৌর বিএনপি’র সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্যে দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক, সদস্য সংগ্রহ কমিটির টীম লিডার গোলাম মাওলা শাহীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় সদস্যে ফরম দিয়ে রুহুল কবীর রিজবী নতুন সদস্যে সংগ্রহ ও সদস্যে নবায়ন কর্মসূচির শুভ উদ্ভোধন করেন।
Leave a Reply