জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় এক নারী শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ তম আবর্তনের একজন শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের রাস্তা পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেইট) দিক থেকে আসা একটি রিক্সা রাচিকে চাপা দেয়। আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম মাহফুজুর রহমান বলেন, “আমাদের সক্ষমতা অনুযায়ী এ বিষয়ে আমরা খুব দ্রুত ব্যবস্থা নিব।”
এ ঘটনায় ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জাবি শাখার নেতাকর্মীরা। রাত আনুমানিক ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে এসে থামে। এসময় তাদের সাথে অন্যান্য সংঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হন।
শিক্ষার্থীদের দাবিগুলো- ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাথ ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে; নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে; নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব শিক্ষার্থীদের দাবির বিপরীতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া (নিরাপত্তা শাখা), সহকারী সুপারভাইজার মো: আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামানিককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার (এস্টেট) জনাব আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আবুল কাসেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে ড. এ বি এম আজিজুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী (৫৩-তম ব্যাচ) আফসানা করিম আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি রাজিউন। তিনি বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। মেধাবী শিক্ষার্থী আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল (২০ নভেম্বর ২০২৪ তারিখ) শোক দিবস ঘোষণা করেছে। শোক দিবসে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। পরিবহন অফিসের সকল প্রকার বাস-গাড়ি চলাচল বন্ধ থাকবে।
Leave a Reply