নিজস্ব প্রতিবেদক ঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জামালপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা এবং ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে হাফিজুর রহমান ময়না নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হন। ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মহাসচিব এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম দুলাল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সভায় সমিতির উপদেষ্টাসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা সমিতির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা জামালপুর সমিতির মানবসেবামূলক কার্যক্রমের সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভায় জামালপুর সমিতির সদস্য ছাড়াও ঢাকায় বসবাসরত সর্বস্তরের জামালপুরবাসী অংশগ্রহণ করেন।
সভায় সমিতির পক্ষ থেকে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও নতুন উদ্যোগ তুলে ধরা হয়। আশা করা হচ্ছে, এই উদ্যোগগুলো আগামী দিনে জামালপুরের মানুষের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জামালপুর সমিতির এ ধরনের আয়োজন শুধু জামালপুরবাসীর মধ্যে সংযোগ স্থাপনই নয় বরং বৃহত্তর সামাজিক কল্যানেও এ সমিতি কাজ করবে বলে বিশ্বাস সকলের।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাতের আয়োজন ছিলো অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক।
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও ধারণ করে বিস্তারিত তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সংবাদের সত্যতা যাচাই করে আমরা তা প্রচার করবো।
ই-মেইল : info@desherkantha24.com, editor@desherkantha24.com