1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
Latest Posts

ট্রাম্প সুসি ওয়াইলসকে তাঁর চিফ অফ স্টাফ করছেন

রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের প্রধান সুসি ওয়াইলসের নাম হোয়াইট হাউসে তাঁর চিফ অফ স্টাফ হিসেবে ঘোষণা করেছেন। তিনিই হচ্ছেন প্রথম নারী যিনি এই প্রভাবশালী ভূমিকা গ্রহণ করতে যাচ্ছেন।

ট্রাম্পের নিজস্ব লোকজনের ভেতরে ও বাইরে ওয়াইলসকে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং দারুণ পরিকল্পিত নির্বাচনী প্রচার অভিযানের জন্য প্রশংসা করা হয়। তখনই মনে করা হচ্ছিল তিনি এই পদের জন্য সামনের সারির প্রতিযোগী। তিনি সাধারণত লোকচক্ষুর সামনে আসা পরিহার করে এসেছেন, এমনকী বুধবার সকালে ট্রাম্প যখন তাঁর বিজয় উত্সব পালন করছিলেন, তখনও তিনি মাইকের সামনে আসতে চাননি।

ওয়াইলসকে এই পদে নিযুক্ত করা হচ্ছে নব নির্বাচিতক প্রেসিডেন্ট হিসেবে তার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তাঁর এই আসন্ন প্রশাসনের জন্য বড় রকমের পরীক্ষা কারণ বিশাল এই ফেডারেল সরকার পরিচালনার জন্য তাঁকে দ্রুতই প্রশাসনিক টিম গঠন করতে হবে। এই ভূমিকার জন্য ওয়াইলস এর কোন সরকারি অভিজ্ঞতা নেই তবে তাঁর সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি যা করতে পেরেছেন তেমনটি খুব কম লোকই পারেন: ট্রাম্পের আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন। তাকে কোন ভর্ত্সনা করে নয়, বক্তৃতা করেও নয় বরঞ্চ তার সম্মান পেয়ে এবং এটা দেখিয়ে যে ট্রাম্প যখন তার উপদেশ মেনে নিয়েছেন তখনই তিনি ভাল অবস্থানে থেকেছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন,“সুসি কঠোর, স্মার্ট ও সৃজনশীল ব্যক্তি যিনি সব জায়গায় প্রশংসিত ও সম্মানিত। সুসি ‘মেক আমেরিকা গ্রেট আগেইন’ জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন”।

তিনি আরও বলেন,“তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অফ স্টাফ করা , তাঁর অর্জিত সম্মান। আমার মনে কোন সন্দেহ নেই যে তিনি আমাদের দেশকে গর্বিত করবেন”।- ভয়েস অব আমেরিকা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT