প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১:১০ পি.এম
ধামরাইয়ের স্নোটেক্স গার্মেন্টসের অবৈধ পার্কিংয়ে দীর্ঘ যানজট, জনদুর্ভোগ চরমে

কাজী মিজানুর রহমান,ধামরাইঃ
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে স্নোটেক্স গার্মেন্টস ফ্যাক্টরীর সামনে প্রায় ১০০টি গাড়ি অবৈধভাবে পার্কিং করা হচ্ছে, যা প্রতিদিনই ভয়াবহ যানজট সৃষ্টি করছে। বিশেষ করে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই যানজট পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে।
এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, স্নোটেক্স গার্মেন্টস কর্তৃপক্ষ সরকারি রাস্তায় গাড়ি পার্কিং করে নিয়ম ভঙ্গ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাইওয়ে থানার সহযোগিতায় এই অবৈধ পার্কিং চলছেই। ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
গোপন সংবাদ মাধ্যমের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে, যেখানে স্নোটেক্স গার্মেন্টস ফ্যাক্টরীর কর্তৃপক্ষ হাইওয়ে পুলিশ সদস্যদের সহায়তায় মহাসড়কে গাড়ি পার্কিং করছে। স্থানীয় জনগণ এ বিষয়টি দ্রুত সমাধান করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা আশা করছেন, সরকারি সড়কে অবৈধ পার্কিং বন্ধ করে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণ ও যাত্রীরা দাবি জানিয়েছেন।
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও ধারণ করে বিস্তারিত তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সংবাদের সত্যতা যাচাই করে আমরা তা প্রচার করবো।
ই-মেইল : info@desherkantha24.com, editor@desherkantha24.com
সবার আগে সব খবর পেতে www.desherkantha24.com চোখ রাখুন।