ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টসের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো অন্তত ৩০ জন পোশাক শ্রমিক।
বুধবার( ২০ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সাটুরিয়া কালামপুর আঞ্চলিক সড়কের খাগুর্তায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো জাহাঙ্গীর (৩০), নিপা (২৫) খাদিজা (২৮) জিয়াসমিন (২৬) বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি বলেও জানান পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাইয়ের সাটুরিয়া কালামপুর আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ । এছাড়াও আহত হয়েছে অন্তত আরো ৩০ জন বলে জানান পুলিশ কর্মকর্তা। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান পুলিশ।
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও ধারণ করে বিস্তারিত তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সংবাদের সত্যতা যাচাই করে আমরা তা প্রচার করবো।
ই-মেইল : info@desherkantha24.com, editor@desherkantha24.com