খোরশেদ আলম,নওগাঁ ঃ
গতকাল শুক্রবার নওগাঁ জেলা ডিবি পুলিশের একটি দল (২৯/১১/২৪ ইং) নওগাঁ পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস আই রবিউল ইসলাম ও এসআই মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৩:৫০ ঘটিকার সময় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন আড্ডা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ ( আটচল্লিশ ) বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল সহ মো: নাহিদ হাসান (৩২) পিতা:মৃত ময়েন উদ্দিন মাতা:মৃত কুলসুম আরা গ্রাম:আড্ডাবাজার থানা:নিয়ামতপুর জেলা:নওগাঁকে একটি নোহা মাইক্রোবাস যার রেজিষ্ট্রেশন নং-চট্র মেট্রো-চ ১১-১৯৩৫ সহ গ্রেফতার করেছে।
এ বিষয়ে নওগাঁ নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দীন সাংবাদিকদের বলেন, মাদক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। নওগাঁ ১১ উপজেলার মধ্যে কয়েকটি থানা ভারত সংলগ্ন হওয়ায়, খুব সহজে অবাধে মাদক ব্যাবসাীরা মাদক পেয়ে যায়। নওগাঁ ১১ থানা ও ডিবি পুলিশ তৎপর রয়েছে। আমরা যে কোন ভাবে মাদক নির্মুল করবো ইনশাআল্লাহ।
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও ধারণ করে বিস্তারিত তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সংবাদের সত্যতা যাচাই করে আমরা তা প্রচার করবো।
ই-মেইল : info@desherkantha24.com, editor@desherkantha24.com