1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
Latest Posts

প্রথমবারের মতো বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথমবারের মতো বড় পর্দায় তার জীবনী তুলে ধরা হবে। আবদুল আলিমের পরিচালনায় সিনেমায় নজরুলের চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা কিঞ্জল নন্দ। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে। সিনেমাটি নির্মাণ হবে টালিগঞ্জে। কিঞ্জল বললেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত সুযোগ পেয়ে। চিত্রনাট্য পরেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। তবে চরিত্র ধারণেও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায় দেখানো হবে।’ কিঞ্জল আরও জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে। সিনেমার শুটিং শুরু হবে সামনে শীতে। বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। গল্পে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরেরও উপস্থিতি। তবে তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো নিশ্চিত নয়।

সিনেমার সংগীত পরিচালনার থাকছেন জয় সরকার। নজরুলের ‘বায়োপিক’ কঠিন পরীক্ষা। তাই আগামী কয়েক মাস এ সিনেমার কাস্টিং ও অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি চলবে। সিনেমার নাম এখন পর্যন্ত ঠিক করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। সম্পাদনায় থাকছেন অর্ঘকমল মিত্র। নজরুলের বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, খরাজ মুখোপাধ্যায় , কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT