1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Latest Posts

সাভারের ইজি বাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন

রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

জামালপুর এলাকার দুলাল মিয়ার ছেলে ইজিবাইক চালক আব্দুল আজিজ কে, ‘পাওনা টাকার জন্য কোমরে শিকল ও তালা দিয়ে বেধে রাখার অভিযোগ উঠেছে সাভারের হেমায়েতপুর জাদুরচর এলাকায় বসবাসরত ,’ইজিবাইক ব্যবসায়ী, রংপুর এলাকার রফিক এর বিরুদ্ধে।

রবিবার ১৮ই মে সকালে সাভারের তেতুলঝরা ইউনিয়নের জাদুরচর এলাকার মধুর চরে এই ঘটনা ঘটে ।
ভুক্তভোগী আজিজুল ইসলাম জানায়, গেল রোজায় রফিকের একটি ইজি বাইক আজিজুল ভাড়ায় চালানোর সময় ছিনতাইকারীরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।

তারপর স্থানীয়রা বিচার সালিশ করে আজিজুল কে ৭০ হাজার টাকা জরিমানা করলে, আজিজুল প্রতিদিন কাজ করে এ যাবত পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেন ।
কিন্তু তার মাথায় আঘাত পাওয়ার কারণে গতকাল কাজে যেতে পারেনি, ‘তাই তিনি দৈনিক ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি।

তারই সূত্র ধরে, অমানবিকতার শেষ পর্যায়ে ভুক্তভোগী আজিজের বাসায় এসে পাওনাদার রফিক তাকে শিকল ও তালা দিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রেখে যায়।
সকাল আটটায় ভুক্তভোগী আজিজুল কে বেঁধে রাখলেও সকাল ১১ টা পর্যন্ত কেউ তাকে সহযোগিতা করতে আসেননি।

অবশেষে বিষয়টি জানাজানি হওয়ার পর বেলা বারোটার দিকে স্থানীয় আশিক সহ বেশ কয়েকজন তালা ভেঙ্গে ইজিবাইক চালক আজিজ কে মুক্ত করে।

এ বিষয়ে সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা কে একাধিক বার মুঠোফোনে কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT