নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার সাভারের আমিন বাজার বড় বড়দেশী এলাকায় এইচএম ইটভাটায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা প্রশাসন।অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নুর, আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ বাসিত ছাত্তার।
কোন ধরনের বৈধ লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় বুলড্রোজার ও ভেকু দিয়ে ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন,আমরা ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করেছি।আজকে এ ইটভাটায় অভিযান পরিচালনার সময় তারা কোন ধরনের বৈধ লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে না পাড়ায় এই ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া যে সকল কারখানা ও ইট ভাটায় কোন ধরনের বৈধ কাগজপত্র নেই তারা নিজ দায়িত্বে ব্যবসায় গুটিয়ে নিবেন। আমরা সাভারে কোন ধরনের অবৈধ ব্যবসা করতে দেব না। আমরা এই বিষয়ে জিরো টলারেন্স।রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি আরও বলেন, যারা এ সকল কাজের সাথে জড়িত এবং যাদের সহযোগিতায় এসকল কাজ হচ্ছে আমরা এদের সকলের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিবো এ বিষয়ে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।অভিযানে ফায়ার সার্ভিস,পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও ধারণ করে বিস্তারিত তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সংবাদের সত্যতা যাচাই করে আমরা তা প্রচার করবো।
ই-মেইল : info@desherkantha24.com, editor@desherkantha24.com