1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
Latest Posts

সাভারে অবৈধ ইটভাটা ও পরিবেশ দুষনকারী কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া হবেনা —–ইউএনও আবুবকর সরকার

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য এবং জীব বৈচিত্র রক্ষার জন্য পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ ইটভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া উপজেলা প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে অবৈধ ইটভাটা মালিকদের হুশিয়ারী দিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার বলেছেন সাভার উপজেলায় কোন ধরনের অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেয়া হবেনা। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষা করেনা, পরিবেশ দূষন করে এমন কারখানার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে। সোমবার সকালে আমিনবাজার ইউনিয়নের উত্তর কাউন্দিয়া মৌজায় অবস্থিত নূর ব্রিকস্ এবং মেসার্স টিবিসি ব্রিকস্ নামক ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটা দুটির চুল্লি ভেঙ্গে দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি আরও বলেন, সাভারে ইটভাটাসহ পরিবেশের জন্য ক্ষতিকর কোন প্রতিষ্ঠান থাকতে পারবেনা। পর্যায়ক্রমে আমরা সাভারকে সুরক্ষিত রাখার জন্য, মানুষকে স্বস্তি দেয়ার জন্য এবং জীব বৈচিত্র রক্ষা করার জন্য যারা পরিবেশ দুষন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। যতদিন পর্যন্ত একটি ইটভাটা অবৈধ থাকবে ততোদিন এই অভিযান চলবে।
এর আগে সকালে সাভারের আমিনবাজার এলাকায় নিয়ম নীতির তোয়াক্কা না গড়ে তোলা অনুমোদনহীন দুটি ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
অভিযানকালে দেখা যায়, দেখা যায় দুটি ভাটা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে অনুমোদনহীন অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলো। বৈধভাবে ইটভাটা পরিচালনার জন্য জেলা প্রশাসকের লাইসেন্স, ফায়ার লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে পরিচলানার মাধ্যমে পরিবেশের ক্ষতি সাধন করে আসছিলো একটি চক্র। সব শেষে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা অপসারনে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। যে কারনে দেরীতে হলেও পরিবেশ ধ্বংসকারী এসব ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯ টার থেকে দুপুর ২ টা পর্যন্ত সাভারের আমিনবাজার ইউনিয়নের উত্তর কাউন্দিয়া মৌজায় অবস্থিত নুর বিকস্ এবং মেসার্স টিবিসি/বিবিস বিকস্ এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার। অভিযান চলাকালে ইটভাটা কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় দুটি ইটভাটার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রতিদিনই সাভার উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার চুল্লি ভেঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হচ্ছে। সোমবার আমিনবাজার ইউনিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত নুর বিকস্ ও টিবিসি/বিবিসি বিকস্ দুটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইট পোড়ানোর চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফায়ার সার্ভিস, পৌরসভা, পল্লিবিদ্যুৎ কর্তৃপক্ষ, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি গণমাধ্যম কর্মী এবং উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT