বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের আইসক্রিম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় আইমান ফুড এন্ড এগ্রো কারখানা নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান, কোন অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এ ধরনের মানহীন আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। কারখানাটি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিমের প্যাকেট ব্যবহার করেও ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো।
এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হেলালকে এক বছর ও সহকারী ম্যানেজার নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে আবু বকর সরকার অবৈধ ব্যাবসায়ীদের হুশিয়ারী দিয়ে বলেন, সাভারের মাটিতে কোন অবৈধ ব্যাবসায়ীদের জায়গা হবে না,তিনি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে সাধারণ জনগনের নিকট থেকে সহযোগিতা চেয়ে আরও বলেন আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা সাভারকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।
যেখানে অবৈধ প্রতিষ্ঠান রয়েছে আমাদের জানাবেন আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।এ ছাড়া তিনি সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে বলেন আপনারা সমাজের নানান অসংগতি তুলে ধরেন বলেই আমরা এ সকল অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।সব সময় আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন।
অভিযান পরিচালনা কালে সাভার, আমিন বাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply