1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
Latest Posts

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, যাত্রীদের মোবাইল স্বর্ণালংকার লুট।

ইব্রাহিম হোসেন
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

দিনে দুপুরে চলন্ত বাসে ছিনতাই যেন নিয়মে পরিনত হয়েছে, ঘুরে ফিরে একই জায়গায় বারংবার ঘটছে বাস ডাকাতির ঘটনা। ঘটনা ঘটার পরে সংবাদ প্রকাশিত হবার পরে দু একদিন প্রশাসনের তৎপরতা থাকলেও যে লাউ সে কদু। ছিনতাইকারীদের নিয়ম মতো সুযোগ বুঝে আবারও ছিনতাই করে নির্বিগ্নে কেটে পড়ে । কিন্তু এ থেকে পরিন্ত্রানের উপায় জানা নেই কারোরই।
সেই ঘটনার ধারাবাহিকতায় আবারও আজ দুপুরে সাভারে যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে বাস যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংটাউন ব্রিজের উপরে সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী সাভার প্রেসক্লাবের সদস্য তায়েফুর রহমান সাংবাদিকদের জানান, আমি সাভার পরিবহনের একটি বাসে করে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামানো হলে তিনজন যুবক গাড়িতে ওঠে। পরে গাড়িটি ব্যাংকটাউন ব্রিজের উপর পৌঁছালে মহিলা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায়।
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের লকেটসহ এক ভরি ওজনের সোনার চেইন নিয়ে গেছে। এ সময় অন্যান্য নারী যাত্রীদের কাছ থেকে একইভাবে নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে বাসটির চালক এবং সহকারি ছিনতাইকারীদের সাথে জড়িত রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হলে ছিনতাই কারীদের তথ্য পাওয়া যেতে পারে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমাদের সার্বক্ষণিক টহল টিম রয়েছে। ঘটনার সময়ও গেন্ডা এলাকায় আমাদের সদস্যরা কাজ করছিলো। সাভার পরিবহনের বাসে ছিনতাই এর ঘটনাটি জানতে পেরেছি ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT