1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
Latest Posts

‎সাভারে জাতীয় মৎস সপ্তাহ শুরু

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

‎দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার সাভার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের  আয়োজনে  ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন শুরু হয়েছে।

সকাল ৯ টা ২৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে  এক বর্নাঢ্য র‍্যালী শুরু হয়ে হল রুমে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে  মৎস সপ্তাহ পালন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

‎প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রোটিন ও আমিষের ঘাটতি পুরনে মাছের কোন বিকল্প নেই। আর তাই মৎস উৎপাদনে মাছ চাষের কোন বিকল্প নেই। দখল দুষনে আমাদের নদী নালা খাল বিল ভরাট হয়ে যাচ্ছে এখনই সময় রুখে দাঁড়ানোর।

‎জনগনের সহযোগিতা পেলেই এদের দখল দূষন বন্ধ করা সম্ভব।‎

আমাদের আগামী প্রজন্ম যেন আবারও মাছে ভাতে বেড়ে উঠতে পারে সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে,এবং যে  জলাশয় গুলো  আছে সেগুলো ভরাট না করে মাছ চাষের উপযোগী করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

‎উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫- এর উদ্বোধন অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়। এ ঘটনায় নিহতদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT