সাভারে ট্রাক চাপায় মো. ফজলুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সাভার মডেল থানার উপ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে সাভারের বলিয়ারপুরে উল্টো দিক দিয়ে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।
নিহত পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।তিনি সাংবাদিকদের বলেন, দুপুরে সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফেরার পথে বলিয়ারপুর এনারকাটা এলাকায় উল্টো পথ দিয়ে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটির ওপর তুলে দেয়।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে স্থানান্তর করার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালক রাকিব (২৩) কে আটক করা হয়েছে। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
এদিকে ট্রাকের চাপায়ে পুলিশের উপ-পরিদর্শক নিহতের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
Leave a Reply