1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
Latest Posts

সাভারে পরীক্ষা কেন্দ্রে অবহেলার দায়ে কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষককে অব্যাহতি

ইব্রাহীম হোসেন
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এনড্রোয়েড  মোবাইল ফোন নিয়ে প্রবেশসহ দায়িত্ব অবহেলার কারনে কেন্দ্র সচিবসহ মোট আট শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার। তিনি বলেন, গতকাল গণিত পরীক্ষা চলাকালীন সময়ে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তি ভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে সতর্ক করা সত্ত্বেও বোর্ডের নিয়ম ভঙ্গ করে পরীক্ষার হলে এনড্রোয়েড মোবাইল নিয়ে প্রবেশ করে হাতে নাতে ধরা পড়ায় এবং বেবগুনবাড়ী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আল মাহমুদ,গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক, মোঃ ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, নুপুর মল্লিক এবং একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, রাশিদা বেগমকে পরীক্ষা হলে দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শনের দায়ে পাবলিক পরীক্ষা পরিচালনা বিধান লঙ্গন করায় তাৎক্ষনিকভাবে তাদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিস্কার করা হয়।

এছাড়া কেন্দ্রটিতে ৭ জন শিক্ষকের দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হওয়ায় সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT