সাভার উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়েছে,আজ সকালে উপজেলার পরিষদ চত্বরে এ তথ্য মেলার উদ্বোধন করা হয়। ।
সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার এ মেলার উদ্ধোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা, বিশিষ্ট সমাজকর্মী সালাউদ্দিন খান নঈম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল কাদেরসহ সনাক টিআইবি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন আগত অতিথিবৃন্দ। স্টল পরিদর্শন শেষে আগত অতিথিবৃন্দ তথ্য বিষয়ে এক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
২০ ও ২১ শে নভেম্বর সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে এ তথ্য মেলা। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য জনগণের চাহিদার ভিত্তিতে প্রদান করবেন।
তথ্য অধিকার আইন ২০০৯ অনুয়ায়ী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ থেকে কিভাবে তথ্য পাওয়া যায় সে বিষয়ে মেলায় আগত দর্শনার্থীদের ধারণা প্রদান করবেন মেলায় অংশগ্রহণকারী সরকারি বেসরকারি দপ্তরের ষ্টল গুলো।
এ ছাড়া কোন দপ্তর বা প্রতিষ্ঠান থেকে কিভাবে নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে সে বিষয়েও বিস্তারিত জানা যাবে এ মেলা থেকে।
তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে তথ্য ও পরামর্শ প্রদান ছাড়াও তথ্য পাওয়ার আবেদন/আপিল আবেদন পূরণে সহায়তা প্রদান করবেন মেলায় অংগ্রহনকারীরা।
এ ছাড়াও তথ্য মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গণশুনানি (উপজেলা ভূমি অফিসের সেবা),কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও ধারণ করে বিস্তারিত তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সংবাদের সত্যতা যাচাই করে আমরা তা প্রচার করবো।
ই-মেইল : info@desherkantha24.com, editor@desherkantha24.com