সাভারের হেমায়েতপুরে এবি অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ সকালে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করেন। সকাল থেকে কয়েক শতাধিক শ্রমিক হেমায়েতপুরের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর মেজর আহসান ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। আলোচনা শেষে কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এপ্রিল মাসের বেতন আজই পরিশোধ করা হবে এবং মে মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে। শ্রমিকরা এ আশ্বাসে অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply