সাভারে সরকারী পশু খাদ্য কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটিয়েছে একদল মুখোশধারী ডাকাত।
এঘটনায় ডাকাতদের হামলায় আহত হয়েছে দুই আনসার সদস্য। ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের কলমার পশু খাদ্য কারখানা টিএমআর এ ডাকাতির ঘটনা ঘটে।
পশু খাদ্য কারখানার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন বলেন, ভোর রাতে কারখানাটিতে বিশ থেকে বাইশ সদস্যর একদল মুখোশধারী ডাকাত দল অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে কারখানার দেওয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ, করে সিটি টিভি ক্যামেরা, ক্যাবল তার, জেনারেটরের ব্যাটারি ও তারসহ প্রায় নয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতরা দুই আনসার সদস্যকে পিটিয়ে আহত করে, এঘটনায় সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,ডাকাতির কোন খবর এখনো পায়নি। এর আগেও কারখানাটি একবার কয়েক লক্ষ টাকার তার লুট হয়েছিলো।
Leave a Reply