সাভারের আশুলিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ওমর ফারুক (২২) নামের এক যুবককে শুক্রবার রাতে আশুলিয়া জিরাবো এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের একটি দল।
শনিবার (১৯ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামির সাথে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওমর ফারুক (২২) বগুড়া জেলার শিবগঞ্জ থানার পিরবলা ঘাটা এলাকার মোঃ ইসমাইলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী শিশুর পরিবার আশুলিয়ার জিরাবো এলাকার একটি বাড়িতে প্রায় এক বছর ধরে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। ভুক্তভোগী শিশুর মা একটি পোশাক কারখানায় কাজ করেন এবং শিশুর বাবা গ্রামের বাড়ি থাকায় শিশুটি একাই বাসায় থাকতো।
এই সুযোগে অভিযুক্ত যুবক গত দুই মাস ধরে শিশুটির প্রতি অস্বাভাবিক মনোভাব দেখানোর চেষ্টা করেন এবং তাকে বিভিন্ন ধরনের চকলেট, বিস্কুট ও চিপস খেতে দিতেন। শিশুটি বুঝতে না পারায় এসব গ্রহণ করতো।
একদিন রাতের বেলায় শিশুটির শরীরে কিছু অস্বাভাবিক (গোপন অঙ্গে রক্ত) পরিবর্তন লক্ষ্য করে তার মা। তবে বিষয়টি স্বাভাবিক মনে করে তা এড়িয়ে যান।
পরবর্তীতে গত ১৪ এপ্রিল শিশুটির আচরণে সন্দেহ হওয়ায় তার মা তাকে প্রশ্ন করলে, শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে যে অভিযুক্ত যুবক তাকে অনৈতিকভাবে শারীরের বিভিন্ন স্থানে প্রভাবিত করার চেষ্টা করে ছিলো।
প্রাথমিকভাবে শিশুর শারীরিক অবস্থা দেখে তার মা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। পরে তিনি আশুলিয়া থানায় গিয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে রাতে ওমর ফারুকের নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply