৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন। পরের দুই বিসিএস নিয়েও সিদ্ধান্ত জানিয়েছে পিএসসি।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও আটজন সদস্যের কমিশনের সভায় ৪৪, ৪৫ ও ৪৬ তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সব বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কমিশন এসব বিসিএসের পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মৌখিক পরীক্ষা বাতিল করে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে পিএসসি। মৌখিক পরীক্ষার তারিখ যথা শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৫-তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
এছাড়া ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন- ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়টিও কমিশন পর্যালোচনা করছে। খুব শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকারী কর্ম কমিশন।-বিবিসি বাংলা
Leave a Reply