৪৭-তম বিসিএস পরীক্ষার আবেদন মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি।
সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৮শে নভেম্বর ৪৭-তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। আগের দিন সোমবার আবেদন প্রক্রিয়া স্থগিত করা হলো।
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রাখা হয়েছিল।
সোমবার পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ৪৭-তম বিসিএস-এর আবেদন স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময়সীমা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
সরকারি চাকরির তিন হাজার ৬৮৮টি পদে নিয়োগ দিতে ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময়সূচী ঘোষণা করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। – বিবিসি বাংলা
Leave a Reply