1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
Latest Posts

তাবলীগের দুই গ্রুপকেই ছাড় দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাবলীগের দুই গ্রুপকেই অনমনীয় অবস্থান থেকে এসে ছাড় দিতে হবে এবং তাহলেই কেবল সুন্দর সুশৃঙ্খল ইজতেমা উপহার দেয়া যাবে।

একই সাথে তিনি বলেছেন, যারা টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

“এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। খুনিদের কোনো অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নাই। যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে,” তিনি সংবাদ সম্মেলনে এই কথা প্রেস ব্রিফিংয়ে বলেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতের ঘটনার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলীগ জামাতের দুই গ্রুপের সঙ্গেই বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরীও যোগ দিয়েছিলেন।

ঢাকার কাছে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলীগ জামাতের দুই অংশর মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছে।

ভারতে তাবলীগ-জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দালভির একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৭ সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল।

এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করেছেন এবং তাতে অংশ নিচ্ছেন।

বিরোধিতার কারণে ২০১৮ সাল থেকে ইজতেমায় আসতে পারছেন না মি. কান্দালভি।-বিবিসি বাংলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT