আজ বুধবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির এক ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, “বাবর সাহেব প্রথম তদন্তে আসামি ছিলেন না। দ্বিতীয় তদন্তের ভিত্তিতে লুৎফুজ্জামান বাবরকে প্রধান আসামি করা হয়েছিলো। তিনি রাজনৈতিক উদ্দেশ্যের শিকার এই কথা বলে তাকে আজ খালাস দিয়েছে আদালত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি।”
“তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিলো। ওই রিপোর্ট নাকি বাবর সাহেব প্রভাবিত করেছিলেন। এই তদন্ত রিপোর্টের প্রধান, তখনকার স্বরাষ্ট্র সচিব, তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন। যিনি তদন্ত কমিটির সদস্য সচিব ছিলেন তিনিও সাক্ষী দিয়েছেন। কিন্তু তারা কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে পারেননি। ফলে লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস প্রদান করেছে।” -বিবিসি বাংলা
Leave a Reply