1. demomail@mail.com : demouser :
  2. hostbuybd.com@gmail.com : admin :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
Latest Posts

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাভার আঞ্চলিক শাখার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক  ঃ আজ শুক্রবার (২০.১২.২০২৪) সাভার মডেল কলেজে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাভার আঞ্চলিক শাখার মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। সাভার, আকরাইন ও ভাদাইলে মোট তিনটি পরীক্ষা কেন্দ্রে এক যোগে পরীক্ষা নেওয়া হয়। এতে প্রায় ১৭০০ স্কুল শিক্ষার্থী অংগ্রহন করে।
জুনিয়র (ওয়ান) থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ৩৬ টি স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা বাংলাদেশে আঞ্চলিক শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাভার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃতাজুল ইসলাম খান লাখোকন্ঠকে বলেন, শতভাগ উপস্থিতির এ পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশী।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভিন্ন স্কুল মাদ্রাসার জুনিয়র (ওয়ান)থেকে অষ্টম শ্রেণির স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ১ বছরের জন্য এককালীন বৃত্তি, সংবর্ধনা,সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বৃত্তি প্রকল্প ছাড়াও নানা উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে কাজ করছেন এ প্রতিষ্ঠানটি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Desher kantha 24
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Sundarban IT