‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভাবে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে ভুমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার।সভাপত্তিত্ব করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জহিরুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আকতার।
ভূমি মেলা ২০২৫ আয়োজন উপলক্ষে সেবা-গ্রহীতাদের অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে নিবন্ধন, ই-নামজারির আবেদন
এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে আগত ভুমি সেবা প্রত্যাশীদের বিস্তারিত ধারনা দেওয়া হয়।
Leave a Reply